images

সারাদেশ

মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নরিহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নরিহাটি পূর্ব পাড়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরিহাটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মাতবর তৈয়ব আলী মোল্লা ও বদিয়ার লস্কর গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে আরমান লস্কর (৫৩), আবুল লস্কর (৫০), শিপন (৪৫), মাসুদ (২৫), ইমন (২৭), আসলাম (৩০), কাজল (৩৫), আক্তার লস্কর (৫১), খায়রুল (৪৫) ও রাজ (৪০)-এর নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/একেবি