জেলা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে মো. আলিফ মোল্যা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ছোট কালিয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত আলিফ মোল্যা জয়নগর গ্রামের প্রবাসী রাচ্ছু মোল্যার ছেলে। সে পরিবার নিয়ে ছোট কালিয়া গ্রামের কওসার মোল্যার বাড়িতে ভাড়া থাকতো। আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
আহত আলিফের মা সাথী বেগম জানান, পাশের বাড়ির রানু বেগমের বারান্দায় কে বা কারা একটি বাজারের ব্যাগ রেখে যায়। ব্যাগটি দেখে রানু বেগম সেটি বাড়ির পাশের একটি বাগানে রেখে আসেন। বৃহস্পতিবার দুপুরের দিকে রানু বেগমের ছেলে আলিফকে ডেকে নিয়ে ওই ব্যাগটি দেখায়। ব্যাগের ভেতর থাকা লাল রঙের একটি বোমা সদৃশ বস্তু হাতে নিয়ে আলিফ সেটির সুতা ধরে টান দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আলিফের পা’সহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বস্তুটির বিস্ফোরণে আগুন ধরে গিয়েছিল। আলামত হিসেবে বিস্ফোরিত বস্তুর অংশবিশেষ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি আসলে কী ছিল।’
প্রতিনিধি/একেবি