images

সারাদেশ

লক্ষ্মীপুরে মুখোমুখি অবস্থানে বিএনপি-জামায়াত, পুলিশ মোতায়েন

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

লক্ষ্মীপুরে ভোটার আইডি কার্ড চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের নেতাকর্মী মুখোমুখি অবস্থানে রয়েছে। এজন্য সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

laxmi_3

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন আহত ব্যক্তিদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বিকেলে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামায়াতকর্মী সাকিব, এমরান হোসেন, আব্দুর রহমান, শাহাদাত হোসেন, খোকন।

laxmi_2

বিএনপির অনুসারীরা হলেন- মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভুঁইয়া। উভয়পক্ষের লোকজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল পূর্বঘোষিত জামায়াত ইসলামের মহিলা শাখার উদ্যোগে কুরআন তিলাওয়াত ছিলো সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি বাড়িতে। ওইসময় দায়িত্বপ্রাপ্ত মহিলা জামায়াতের নারী নেত্রীরা নারী ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্র চান। এমন তথ্য ছড়িয়ে পড়লে বিএনপির-জামায়াতের বিপুলসংখ্যক লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে উভয়পক্ষের লোকজন তর্কবিতর্কে জড়িয়ে পড়লে একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

laxmi_4

আহত জামায়াত কর্মী সাকিব জানান, বিকেলে আমাদের মহিলা শাখার উদ্যোগে একটি প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে বিএনপির লোকজন বাধা দেয়। খবর পেয়ে আমরা গেলে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে।

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম সুমন জানান, মহিলা জামায়াতের তামিল প্রোগ্রামকে কেন্দ্র করে বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের ৫ জন আহত হয়।

laxmi_1

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফু জ্জামান শরীফ বলেন, জামায়াতের নারী সদস্যরা সাধারণ মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে। এ সংবাদ পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থল গিয়ে প্রতিবাদ করলে। জামায়াতের লোকজন এসে আমাদের লোকজনের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছে। এজন্য সদর হাসপাতালেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/ এজে