images

সারাদেশ

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ১২ বছর বয়সি এক শিশু বালকের মৃত্যু ঘটেছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব রায়পুর এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ডাউনলেন (চট্টগ্রামমুখী) এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জোরারগঞ্জ থানার পূর্ব রায়পুর এলাকায় রেললাইনের উপরে একটি ১২ বছর বয়সি এক বালকের লাশ দেখতে পাই। পরবর্তীতে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত এক বালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে কালো রঙের জিন্স প্যান্ট, কালো রঙের গোল গলা গেঞ্জি এবং কালো রঙের জ্যাকেট রয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের চাঁদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে