জেলা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
বাগেরহাটে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন।
এ সময় বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজস, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে মো. ইব্রাহীম হোসেন বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা একটি সময়োপযোগী রূপরেখা। সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ৩১ দফার মধ্যেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।
তারা ফেরিঘাট এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রতিনিধি/ এজে