images

সারাদেশ

মিরসরাইয়ে তুলাবাহী চলন্ত কাভার্ডভ্যানে আগুন

উপজেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম

মিরসরাইয়ে তুলাবাহী চলন্ত কাভার্ডভ্যানে আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার তুলা পুড়ে গেছে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী তুলাবাহী কাভার্ডভ্যানে এই আগুন লাগার ঘটনা ঘটে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকা পার হওয়ার সময় কাভার্ডভ্যান থেকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। বিষয়টি কাভার্ডভ্যানের চালক মো. মিলন হোসেনকে অবহিত করলে দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কাভার্ডভ্যানের চালক মো. মিলন হোসেন বলেন, চট্টগ্রাম থেকে তুলা নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলাম। মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় পৌঁছালে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে বিষয়টি জানালে দ্রুত গাড়ি সড়কের পাশে পার্কিং করি। এরপর নেমে গিয়ে তুলার রোলগুলো নামিয়ে ফেলি।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রায় ১০টি তুলার রোল নষ্ট হয়েছে। যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। এছাড়া প্রায় ১ কোটি টাকার তুলা আমরা উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের ভেতর থেকে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

প্রতিনিধি/টিবি