জেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
সিরাজগঞ্জে কাজী ফার্মের একটি ট্রাকের ধাক্কায় হারান চন্দ্র মাহতো(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকার হবি মোড়ে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হারান চন্দ্র মাহতো হারান বাজারে চা পান শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাজী ফার্মের একটি জৈব সারবাহী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এজে