জেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থীর মায়ের নামে করা প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।
বধবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনি কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়-২ আসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলামীর পঞ্চগড়-২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবুল বাসার বসুনিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন ভোটারেরা। যা ৪ নম্বর ওয়ার্ডের জনবহুল এলাকা ইসলামপুরে অবস্থিত। ওই কেন্দ্রে এক হাজার ৪১ টি ভোট রয়েছে।
অথচ বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বাসার পাশে মায়ের নামে করা মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় স্থানান্তর করা হয়েছে। যেখানে মাত্র ৪৩৬ জন ভোটার রয়েছেন। এছাড়া বর্তমান কেন্দ্রটি পূর্বের কেন্দ্র হতে দুই কিলোমিটার দূরে করা হয়েছে।
আমরা মনে করি, ভোটারদের হেনস্থা করতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বল প্রয়োগ করতে এবং অন্য প্রার্থীদের নির্বাচনী এজেন্ট বের করে দিতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। দ্রুতই পূর্বের ভোট কেন্দ্রে নিয়ে যেতে উপজেলা নির্বাচন অফিসারের প্রতি গণসাক্ষরসহ একটি আবেদন পত্র দেয় হয়েছে। আশা করি দ্রুত নির্বাচন কমিশন ভোটারদের আবেদন মেনে নেবেন।
এসময় বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দ্বায়িত্বশীলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পঞ্চগড় ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, মেনাগ্রাম বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা ভোট কেন্দ্রটিতে আগেও মানুষ ভোট দিয়েছিল। বিগত দিনে আওয়ামী লীগ সরকার কেন্দ্রটি স্থানান্তর করে ইসলাম পুরে নিয়ে যায়। তবে আমাকে নিয়ে যে সব অভিযোগ করা হচ্ছে সব মিথ্যা, এর কোনো সত্যতা নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জরুল হাসান বলেন, নির্বাচন কমিশনে বিএনপি নেতা আবেদন করেছিলেন। পরে কমিশন রংপুর বিভাগীয় অফিসকে তদন্ত দেন। পরবর্তীতে কেন্দ্রটি পরিবর্তন করেন কমিশন। পরবর্তীতে একটি চিঠি পাই কেন্দ্র পরিবর্তনের।
এএইচ