images

সারাদেশ

যশোর-৪: প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম

জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন যশোর-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল কালাম গাজী। এ সময় আরও ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

বুধবার (১৪ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা জানান।

তিনি জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়। এছাড়া ১৭টি আপিল না মঞ্জুর করা হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে পারেননি যশোর-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবুল কালাম গাজীসহ ছয়জন। এই বিষয়ে অভিযোগ এনে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন মনোনয়নপত্র জমা না দিতে পারা একাধিক প্রার্থী।

এএইচ