উপজেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক সতর্কতা ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে এ মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এইচ. এস. সাইফুল আলমের সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাতিয়া স্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন, সিপিপির সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্টের প্রকল্প সহযোগী (যুব ও স্বেচ্ছাসেবক) আশীষ কুমার মণ্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, এনজিও কর্মী মো. দুলাল উদ্দিনসহ সাংবাদিক ছায়েদ আহামেদ, জিল্লুর রহমান, হানিফ উদ্দিন প্রমুখ।

নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং এসডিএসসি প্রকল্প (জার্মান রেড ক্রস)-এর সহযোগিতায় আয়োজিত এ মহড়ায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, চৌমুহনী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এমসিএস উচ্চ বিদ্যালয় ও সোনাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, সতর্কতা সংকেত, ঘূর্ণিঝড়কালীন করণীয়, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী ও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মহড়া প্রত্যক্ষ করেন।
প্রতিনিধি/এজে