জেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ ও ব্লেকারমুক্ত করার দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। যার ফলে টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে সোমবার রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসাইনের ওপর টিকিট কালোবাজারিরা হামলা করেন।
প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, এনসিপির সিনিয়র সদস্য সচিব শাহিল খান।
এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
প্রতিনিধি/ এজে