images

সারাদেশ

রাতে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে ইউএনও 

জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

তীব্র শীতে কষ্টে থাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।   

মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী ও অসহায়, শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করছেন তিনি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শীতে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় নিয়ে পাশে দাঁড়াচ্ছি। যে-কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।

প্রতিনিধি/ এজে