জেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩০ এএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ওসমান হাদী। সম্প্রতি ঘাতকের বুলেটে প্রাণ হারানো জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক শরীফ ওসমান হাদীর নামের অনুকরণে সন্তানের এমন নাম রাখা হয়েছে বলে জানান সাবেক ইউনিয়ন শিবির সভাপতি রুবেল শিকদার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্তান প্রসবের পর নিজ সন্তানের এ নাম রাখেন উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি রুবেল শিকদার।
এদিকে, এই নামকরণকে ঘিরে দিঘলিয়া ইউনিয়নে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে উল্লেখ করছেন।
এ সংক্রান্তে নিজ ফেসবুক আইডিতে করা এক পোস্টে সাবেক এই শিবির নেতা লেখেন- ‘আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম। ওসমান হাদীরা মরে না। যুগে যুগে হাজার ও হাদীর জন্ম হয়। আল্লাহ যেন আমার সন্তানকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদীর মত লড়াই করার জন্য ও ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। আমার সন্তানের নাম রাখলাম ‘শিকদার ওসমান হাদী’। সকলের কাছে দোয়া চাই।’
রুবেল শিকদার বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সাহস, ত্যাগ ও ন্যায়ের প্রতীক। একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার শব্দযোদ্ধা। আমি চাই আমার সন্তানও তার নামের মতো সত্য ও ন্যায়ের পথে বেড়ে উঠুক।
উল্লেখ্য, ২০১৩ সালের হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে নবম শ্রেণির ছাত্র থাকাকালে কারাবরণ করেন সাবেক শিবির নেতা রুবেল শিকদার। তখন তিনি নড়াইল পৌরসভার বরাশুলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
প্রতিনিধি/টিবি