images

সারাদেশ

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানা সিলগালা,২ লাখ টাকা জরিমান

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

বগুড়ার শিবগঞ্জে অবৈধ  সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী সদস্যরা।

 সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দুইটা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের কারখানার সরঞ্জাম, ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল এবং প্রায় ১০ লাখ টাকার তামাক জব্দ করা হয়েছে। এ সময় কারখানায় কর্মরত পাঁচ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দুই লাখ টাকা জরিমানা করেন।

সেনাবাহিনী ও প্রশাসন সূত্রে জানা গেছে, একটি ব্র্যান্ডের নামে আবেদন করে ওই কারখানায় ১২ থেকে ১৪ ধরনের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে সদস্যরা কারখানায় তল্লাশি চালান। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ড রোল ও অনুমোদনহীন সিগারেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত অবৈধ কারখানার সব সরঞ্জাম জব্দ করে এবং কারখানাটি সিলগালা করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষ একটি ব্র্যান্ডের অনুমোদন নিয়ে বিভিন্ন নামে নকল সিগারেট উৎপাদন করছিল। আইন অনুযায়ী কারখানাটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে