জেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী এ আদেশ প্রদান করেন। আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। তারা ওই হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এ বিষয়ে জেলা আনসার কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পরপরই ওই দুই সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা যে অপরাধ করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না।’ এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক মিনহাজ উদ্দিন জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে অসুস্থ। তিনি সুস্থ হলে জবানবন্দি প্রদানের জন্য তাকে আদালতে নেওয়া হবে।
গত রোববার দিবাগত রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
প্রতিনিধি/একেবি