উপজেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির নির্বাচন ভবন মিলনায়তনে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৩ জানুয়ারি হলফনামায় ত্রুটির কারণে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার তার আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে অ্যাডভোকেট জাকির ও অ্যাডভোকেট রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের আপিল মঞ্জুর করেছে। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে রায় ঘোষণার পর অধ্যাপক রেজাউল করিম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আমি ন্যায়ের পথে প্রার্থিতা ফিরে পেয়েছি। এতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তিনি সবার দোয়া কামনা করেন।
প্রতিনিধি/এজে