images

সারাদেশ

মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

দীর্ঘ প্রায় ১৭ বছর পর সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। ‘২২শে জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রচারণার কাজ শুরু হবে। ওইদিন দলটির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারের জনসভায় যোগ দেবেন।

জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।

এরপর সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। 

এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করানো হবে। পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা জুড়ে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম করতে চায় জেলা বিএনপি। এই লক্ষ্যেই প্রস্তুতি নিয়ে সার্বিক কার্যক্রম শুরু করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুরু হচ্ছে প্রচার প্রচারণা। ইতোমধ্যে জেলা নেতৃবৃন্দ জনসভার মাঠ পরিদর্শন করেছেন। স্বেচ্ছাসেবক, মঞ্চ, মাইক, প্যান্ডেল, গাড়ি পার্কিংয়ের স্থানসহ খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে পরামর্শ ও প্রস্তুতি সভার মাধ্যমে তা সম্পন্ন করছেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের নেতাকে বরণ করার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে একটি স্মরণকালের জনসভা হবে।

জেলা বিএনপি আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, মৌলভীবাজার জেলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এবং ধন্য যে তিনি সিলেটের পরেই আমাদের মৌলভীবাজার জেলায় এ প্রোগ্রামটা করছেন।  

প্রতিনিধি/ এজে