উপজেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
ঢাকার দোহার উপজেলায় গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের (মূল টেক্সটে নাম অস্পষ্ট ছিল, যা সাধারণত 'মোবাশ্বের' বা 'মঈদুল' হতে পারে) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকে আমরা যে কথাগুলো বলছি, সেগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা প্রত্যেকের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেবেন। হাতে যে সময় আছে, তার মধ্যেই গণভোটের বিভিন্ন দিক তাদের কাছে তুলে ধরতে হবে। গণভোট বাস্তবায়িত হলে কী কী সুবিধা হবে, তৃণমূল পর্যায়ের মানুষ যেন তা স্পষ্টভাবে বুঝতে পারে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান এবং বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান।
প্রতিনিধি/একেবি