images

সারাদেশ

গাজীপুরে মুখোশ পরে হানা, হাত-পা বেঁধে ২ লাখ টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (৫১) বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দল সদস্যদের হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ও মোবাইলফোনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনার বিবরণ ভুক্তভোগী জয়নাল আবেদীন মঙ্গলবার শ্রীপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল রাত ৩টার দিকে জরুরি প্রয়োজনে ঘরের দরজা খুললে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি অতর্কিতভাবে ভেতরে ঢুকে পড়ে। তারা তাৎক্ষণিক তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

জয়নাল আবেদীন আরও জানান, যাওয়ার সময় ডাকাতেরা এই ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরবর্তীতে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ করেন।

পুলিশের বক্তব্য শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি