images

সারাদেশ

ফেনী জেনারেল হাসপাতালে ২০ শয্যার এইচডিইউ ইউনিট চালু

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসা সেবার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। হাসপাতালটিতে নতুন করে ২০ শয্যার একটি হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন হাসপাতালের সক্ষমতা বেড়েছে, অন্যদিকে রোগীদের আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। 

গত মঙ্গলবার দুপুরে ফিতা কেটে বিশেষায়িত এই ইউনিটটির উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহতাব উদ্দিন আহমেদ, কার্ডিওলজিস্ট ডা. খালেদ মাহমুদ, কার্ডিওলজিস্ট ডা. মো. রফিকুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আফসার মামুন, নেফ্রোলজিস্ট ডা. মোহাম্মদ তানভীর মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় ও ডা. রোকন উদ দৌলাসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও এইচডিইউ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘২০ শয্যার এইচডিইউ সেবাটি চালু হওয়ায় এখন থেকে মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগের নিবিড় পরিচর্যা প্রয়োজন এমন রোগীদের বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব হবে, যা সাধারণ ওয়ার্ডে সম্ভব ছিল না। বিশেষ করে কিডনি, হার্ট ও স্ট্রোকসহ জটিল রোগীদের এই ইউনিটে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে ৫ জন কনসালট্যান্ট, ১২ জন নার্স এবং প্রয়োজনীয় সংখ্যক ওয়ার্ড বয় ও আয়া নিয়ে আমরা কাজ শুরু করেছি। সরকারি অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে জনবল আরও বাড়ানো হবে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষিত এইচডিইউ ইউনিটটি অবশেষে চালু করতে পেরেছি। ফেনীবাসীর পাশাপাশি কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের একাংশের বিশাল জনগোষ্ঠী এই হাসপাতাল থেকে সেবা গ্রহণ করে থাকেন। এই ইউনিটটি চালুর ফলে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ হবে এবং হাসপাতালের প্রতি জনমনে আস্থা বাড়বে। সামগ্রিকভাবে ফেনী জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে আমাদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’

প্রতিনিধি/একেবি