images

সারাদেশ

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিবিএল ইটভাটার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।

মিজানুর রহমান উপজেলার ঝোড়াঘাট গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প এবং গাংনী থানা পুলিশের একটি করে টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি