জেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও অপব্যাখা দিচ্ছে, তারা আবার অনেক সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছেন। দেখা যাচ্ছে, তারাই আবার মা-বোনদের ভুল বোঝাচ্ছেন। এখন আমাদের কাজ হচ্ছে ঘরে-ঘরে প্রচার-প্রচারণা করে বিএনপির রাজনীতি ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ফুটিয়ে তোলা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-(৩) সদর আসনে তার নির্বাচনী এলাকার আবিরনগর গ্রামের সাধারণ ভোটারদের সঙ্গে কৌশল বিনিময়কালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ্যানি এমন মন্তব্য করেন।
এসময় এ্যানি বলেন, ১৯৯৬ সাল থেকে লক্ষ্মীপুরের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে নজর দিয়েছি। বিগত আন্দোলন, সংগ্রাম ও দুর্দিনে জনগণের পাশে ছিলাম। বন্যার সময় সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য।
![]()
এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজার নামাজ ও বেগম খালেদা জিয়ার জানাজায় নামাজে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। তাদের রাজনীতি ছিল একটি আদর্শের। এজন্য এখনও গ্রাম-গঞ্জের মানুষ বিএনপির রাজনীতিকে পছন্দ করে। এখন দেশের মানুষ তারেক রহমানকে মনেপ্রাণে ভালোবাসে। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
এরপর বিএনপির এই শীর্ষ নেতা সকাল সাড়ে ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। আবিরনগর থেকে বিদায় নেওয়ার আগমুহূর্ত নিহত সাব্বিরের বাবা আমির হোসেন ও মা মায়া বেগমের সঙ্গে কথা বলেন।
![]()
এসময় এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন—সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান প্রমুখ।
প্রতিনিধি/টিবি