জেলা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ শরীফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার মহিপুর থানাধীন ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান।
আরিফ শরীফ উপজেলার বৌলতলী ইউনিয়নের গেন্দু শরীফের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বাবুল বলেন, দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয় কিছু মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন। এসময় ট্রাকের হেলপার ও ড্রাইভারকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি