images

সারাদেশ

সুষ্ঠু ভোট নিশ্চিতে অপরাধীদের তথ্য চাইলেন সাতক্ষীরা পুলিশ সুপার

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ৩টার দিকে দেবহাটা থানা পরিদর্শনকালে তিনি থানা এলাকার দফাদার ও চৌকিদারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবাইকে গণভোটের প্রচার জোরদার করার পাশাপাশি স্থানীয় অপরাধীচক্রের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার দফাদার ও চৌকিদারদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথাও শোনেন এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে বিকেল ৪টার দিকে দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি স্থানীয় মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভূমিদস্যু এবং নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

বিট পুলিশিং সভায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস, অতিরিক্ত দায়িত্বে ডিএসবি) মিথুন সরকার, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিআইও-১) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় প্রায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ অংশ নেন।

প্রতিনিধি