images

সারাদেশ

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশা, একটি বাটন মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি বিশেষ অভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে শাহপরীর দ্রুতগামী পাকা সড়কে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)–এর দেখানো মতে, যাত্রী আসনের পেছনে মালামাল রাখার স্থানে রাখা একটি পুরাতন কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে থাকা ১০টি প্যাকেটে মোট ৫০০টি ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার নাজির হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রতিনিধি/ এজে