জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই-বোন। বোন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভাই ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী। তবে দুজনের পেশা ভিন্ন হলেও ভাইয়ের চেয়ে বোনের আয় বেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ হলফনামায় প্রার্থীরা তা উল্লেখ করেছেন।
নাটোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তিনি তার হলফনামায় সম্পদ উল্লেখ করেছেন। পুতুলের নগদ টাকা রয়েছে ১ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯৫২ টাকা, ব্যাংকে জমা আছে ৫ লাখ ৩৭ হাজার ৪৪৫ টাকা, অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২০ লাখ টাকা, তার বাৎসরিক আয় ২৩ লাখ ১১১ টাকা। তার স্বর্ণ রয়েছে ৫০ ভরি, স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার বনানীতে ৫ কাঠা জমির ওপর ৫ তলা বিল্ডিং, বনশ্রীতে ১১০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। তবে স্থাবর সম্পদের মূল্য তিনি উল্লেখ করেননি। তার শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব-ল, পেশা আইন, মামলা ছিল ৪টি (খালাস)। স্বামীর পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করলেও তার সম্পদ ও আয়ের কোনো বিবরণ উল্লেখ করেননি।
স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ ইয়াসিন আরশাদ রাজনের নগদ টাকা রয়েছে ৪০ লাখ ৬৪ হাজার ৭৬০ টাকা, ব্যাংকে জমা আছে ৪৪ লাখ ৭ হাজার ২৮৬ টাকা, বাৎসরিক আয় ১০ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকা, স্বর্ণ ১২০ ভরি, অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ২ কোটি টাকা ও স্থাবর সম্পদ সাভারে ১৫৬.৪৪ ডেসি, বনশ্রীতে ৩.৪৫ কাঠা জমির ওপর ২ তলা ভবন এবং ২.১৭২ কাঠা জমির ওপর ২ তলা ভবন। যার মূল্য ৫ কোটি টাকা), ৬ লাখ ১৬ হাজার টাকা বাসাভাড়া থেকে এবং বাকিটা ব্যবসা ও সঞ্চয়পত্র থেকে। শিক্ষাগত যোগ্যতা, এমবিবিএস, মামলা একটি খালাস।
এ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হলেও যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, তার আপন ভাই স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ ইয়াসিন আরশাদ রাজন, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু, এ এস এম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এবি পার্টির এ এস এম মোকাররেবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহিল বাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ এবং গণঅধিকার পরিষদের মেহেদী হাসান।
প্রতিনিধি/এসএস