images

সারাদেশ

চিরিরবন্দরে নদীতে ভেসে উঠল ২ যুবকের লাশ

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষিতলা ব্রিজের বানিয়া খাড়ি নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তাৎণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০ বছর। তাদের পরনে সুয়েটার জ্যাকেট, মাফলার, টুপি রয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বানিয়াখাড়ি নামকস্থানে নদীতে ২টি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। স্থানীয়রা নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাদের পড়নে সুয়েটার, জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে।

ওসি জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি