জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
রাজশাহীতে ভুয়া ডিগ্রি ব্যবহার করে অপচিকিৎসা দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১১ জানুয়ারি) জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত ‘আত-তাবারা মডেল হাসপাতালে’ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত নুরুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায়। তিনি নিজের আসল নাম গোপন করে ‘ডা. মো. রফিকুল হাসান’ পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। তিনি নিজের নামের পাশে এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি ব্যবহার করতেন। স্থানীয়রা জানান, নুরুল ওরফে রফিকুল মূলত ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের বিশেষজ্ঞ সেজে রোগীদের চিকিৎসা দিতেন।
বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, ‘ভুয়া চিকিৎসক এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/একেবি