জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। একই সময়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যকে আটক করা হয়।
বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মুখে তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিল। এ ঘটনায় ৫৩ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্যের পাশাপাশি এক বাংলাদেশিকেও আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, অনুপ্রবেশের দায়ে আটক ৫৩ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এসব সংঘর্ষের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়, ফলে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিনিধি/এসএস