জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় শুকুরুন বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে নিহতের স্বামী মো. মাহাবুব শিকদার ওরফে মাহাবুব নিকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বোন শিউলি আক্তার বাদী হয়ে নিহতের স্বামী মাহাবুব নিকারীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানান, গত ৫ বছর আগে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক শেখের মেয়ে শুকুরুন বেগমের সাথে লখপুর এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মো. মাহাবুব শিকদার ওরফে মাহাবুব নিকারির বিবাহ হয়।
বিয়ের কিছুদিন পর সংসারে অভাব-অনটনের কারণে শুকুরুন বেগম কাজের সন্ধানে সৌদি আরবে যান। সেখান থেকে গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি বাড়ি চলে আসেন। বিদেশ থেকে আসার পর তার উপার্জিত সব টাকা তিনি ব্যাংকে রেখে দেন।
এর কিছুদিন পর শুকুরুন বেগমের কাছে তার স্বামী মাহবুব নিকারি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাকে দিতে বলেন। এই টাকা দিতে রাজি না হওয়ায় তার স্বামী কারণে অকারণে বিভিন্ন সময়ে স্ত্রী শুকুরুন বেগমকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছিল। এরই জেরে ৯ জানুয়ারি (শুক্রবার) রাতে শুকুরুন বেগমকে তার স্বামী মারপিট করলে সে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে জানান।
পরবর্তীতে ১০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার কাটাখালী মাহেন্দ্র স্ট্যান্ডের পেছনের একটি বাগানে জামরুল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরুন বেগমকে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন শিউলি আক্তার ১০ জানুয়ারি সন্ধ্যায় বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস