জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগের বিরুদ্ধে ৫ দফা দাবি তুলে ধরে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব’।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি দেশকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। অনৈতিকভাবে শিক্ষক নিয়োগ হলে তা পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। দুঃখজনক হলেও সত্য- এই দেশের শিক্ষাখাত আজ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতে পরিণত হয়েছে। বদলি ও নিয়োগকে কেন্দ্র করে ঘুষ ও অনিয়ম এখন ওপেন সিক্রেট।
বক্তারা আরও বলেন, চুয়াডাঙ্গায় শিক্ষক নিয়োগে জালিয়াতির ঘটনা আমাদের গভীরভাবে লজ্জিত করেছে। যে ছাত্রসমাজ বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়েছে, সেই বাংলাদেশে কোনো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতি সিন্ডিকেটের ঠাঁই হতে পারে না। চুয়াডাঙ্গার মাটিতে মেধাবীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
![]()
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন মেধাবীদের কাছে আতঙ্কের নাম। জালিয়াতি ও প্রশ্ন ফাঁস আমাদের স্বপ্ন চুরির হাতিয়ারে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গায় দুজন ডিভাইসধারী আটক হলেও এর পেছনে আরও বড় চক্র সক্রিয় রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন, ডিবেট ক্লাবের অন্যতম সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রনি বিশ্বাস, সাবেক মুখপাত্র তামান্না খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদর উপজেলা আহ্বায়ক রাকিবুল ইসলাম নিরবসহ অন্যান্যরা।
কর্মসূচির শেষে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-নিয়োগ জালিয়াতি চক্রের সদস্যদের দ্রুত বিচার নিশ্চিত করা। প্রশ্ন ফাঁসের নেপথ্যের মূল হোতাদের শনাক্ত করে জনসমক্ষে প্রকাশ করা। নিয়োগ পরীক্ষায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করা। প্রশ্ন ফাঁস রোধে দীর্ঘমেয়াদি কঠোর আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন।
মানববন্ধন কর্মসূচিতে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের সদস্যরা, বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস