জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ভাইয়ের মতো এবং অতীতেও যেমন তাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১১ জানুয়ারি) মোংলা পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদরাসা চত্বরে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ফরিদুল ইসলাম দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত হলে আমাদের নেতা তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।’
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। স্থানীয় বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ এলাকায় অবৈধভাবে চিংড়ি ঘের দখল বা চাঁদাবাজির কোনো স্থান নেই। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিনিধি/একেবি