জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
পটুয়াখালীর বাউফলে একই সঙ্গে নবম শ্রেণির দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানায় এসে ওই দুই কিশোরী লিখিত অভিযোগ করেছেন। গতকাল সারা রাত ওই দুই কিশোরী বাউফল থানায় পুলিশ হেফাজতে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরীর মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মো. অনিক (২০) নামে এক তরুণের সঙ্গে। সেই সম্পর্কের কারণে প্রেমিকা কিশোরীকে দেখা করতে বলেন অনিক। প্রেমিকা তার এক সহপাঠীকে নিয়ে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে অনিকের সঙ্গে দেখা করতে তার (অনিক) বাসায় যায়। কৌশলে ওই দুই কিশোরীকে ওই দিন রাতে বাসায় রেখে অনিক প্রথমে প্রেমিকা এবং পরে প্রেমিকার বান্ধবীকে ধর্ষণ করেন। ওই রাতে অনিকের মা মোছা. নূর জাহান বেগম (৫০) বাসায় থাকলেও ছেলের অনৈতিক কার্যকলাপের বিরোধিতা করেননি।
বিষয়টি জানাজানি হলে অনিক পালিয়ে যান। অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান খোকনের ছেলে।
পরে রাতে ওই দুই কিশোরী ও তাদের পরিবারের সদস্যরা বাউফল থানায় এসে প্রথমে মৌখিত অভিযোগ করেন। পরে এক কিশোরীর মা বাদী হয়ে অনিককে প্রধান আসামি এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে তার মায়ের বিরুদ্ধে মামলা করেন।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা রুজু হওয়ার পর অনিকের মা নূর জাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস