জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
ঝিনাইদহে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় বক্তব্য রাখেন— জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ কৃতি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় নারী ক্রিকেট দলে ডাক পাওয়া জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, হকি দলে ডাক পাওয়া রিয়া আক্তার, জাতীয় কাবাডি যশোর জোনের চ্যাম্পিয়ন, আন্তঃজেলা বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় রানার্সআপ ও অনুর্দ্ধ-২৩ ভলিবলে কৃতিত্ব রাখায় মোট ৪০ জন নারী খেলোয়াড় ও সংগঠককে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রতিনিধি/টিবি