জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলছে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ। কিন্তু এই উন্নয়ন কাজই চরমভাবে ব্যাহত করছে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান। প্রতিদিন বিদ্যালয়ের একেবারে সামনে পিচ গলানোর জন্য জ্বালানো হচ্ছে আগুন। সেই সঙ্গে চলছে অন্যান্য নির্মাণকাজ।
ফলে বিদ্যালয় আঙিনা ছেয়ে যাচ্ছে কালো ধোঁয়া, ধুলাবালি ও ছাইয়ে। এতে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে পরিবেশ, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। শিশুরা প্রতিদিন এই ধোঁয়ার মধ্য দিয়ে ক্লাসে প্রবেশ করছে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা বলছেন, বিদ্যালয় খোলা থাকাকালে এর সামনে এভাবে নির্মাণ কাজ চালানো সম্পূর্ণ অমানবিক। নির্মাণ কাজ পরিচালনা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। পাশাপাশি এ ধরনের পরিবেশে প্রতিদিন ক্লাস করায় শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটছে। তারা দ্রুত বিদ্যালয়ের সামনের এলাকা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা থেকে আদুমপুর পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ চলাকালে বিদ্যালয়ের একেবারে সামনে প্রতিদিন পিচ গলানোর জন্য আগুন জ্বালানোসহ বিভিন্ন নির্মাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে চারপাশে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া, ধুলাবালি ও ছাই।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই সড়কের পিচ গলানোর কাজ চলছে। সেখান থেকে বেড়িয়ে আসা কালো ধোঁয়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বারান্দা ও শিক্ষক কক্ষে ঢুকে পড়ছে। ধোঁয়ার সঙ্গে আগুনের পোড়া ছাই ও ধুলাবালি ছড়িয়ে পড়ছে পুরো বিদ্যালয়ে। ফলে শ্রেণিকক্ষের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্লাস করতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, স্কুলে বসলে ধোঁয়ায় চোখ জ্বালা করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় মাথা ঘোরে, ঠিকমতো পড়া বোঝা যায় না।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, প্রতিদিন ক্লাস চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী কাশি, চোখ জ্বালা, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার সমস্যায় ভুগছে। অনেক সময় দরজা-জানালা বন্ধ করেও ধোঁয়া ও ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত শব্দ দূষণের কারণেও শিক্ষার্থীদের মনোযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনজুর মৌলা চৌধুরী বলেন, বিদ্যালয়ের সামনে সড়ক নির্মাণের সব সরঞ্জাম রাখা হয়েছে এবং প্রতিদিন সেখানে আগুন জ্বালিয়ে কাজ করা হচ্ছে। এতে প্রচুর কালো ধোঁয়া বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে। ছোট ছোট শিশুরা এই পরিবেশে বসে ক্লাস করতে পারছে না, অনেকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবগত করা হলেও এখনও কার্যকর কোনো সমাধান হয়নি।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং শিক্ষার পরিবেশ নষ্ট করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম বলেন, রাস্তার পাশে পর্যাপ্ত খোলা জায়গা না থাকায় ওই স্থানটি সাময়িকভাবে ব্যবহার করা হয়েছে। ওই সময় বিদ্যালয় বন্ধ ছিল এবং বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।
(ছবি - মৌলভীবাজারের কমলগঞ্জের গোবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরজুড়ে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া, ছাই ও নির্মাণ সামগ্রী)