জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
এই উপলক্ষে রোববার (১১ জানুয়ারি) স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রফেসর মহি উদ্দিন বাবুল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু ও বিশিষ্ট সমাজসেবক জেলা যুবদলের সদস্য আবু আইয়ুব আনসারী শামিম। আমেরিকা প্রবাসী আবুল হাশেমের সৌজন্যে এই ব্যাগ বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলত আক্তার।
বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে তাজরিয়া বাকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন— অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ, জুলাই যোদ্ধা ইঞ্জিনিয়ার ফয়সাল ভূঁইয়া ও সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
প্রতিনিধি/টিবি