images

সারাদেশ

রুপসায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আব্দুল বাছেদ পিকুল। সে রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে রাশেদ পিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে রাত পৌনে ২টায় তিনি মারা যান।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর বলেন, রাত ১টার দিকে পিকুলকে কয়েকজন দুর্বৃত্ত লক্ষ্য করে কয়েকটি গুলি করে। তার মধ্যে দুইটি গুলি বুকে এবং একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় অভিযোগ রয়েছে।

প্রতিনিধি/টিবি