জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল ইসলাম স্থানীয় মো. শাহজাহান হাওলাদারের ছেলে এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে বসতঘরের বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দিলে নাজমুল তা ঠিক করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি