images

সারাদেশ

বরিশালে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৬, ০৭:১১ এএম

বরিশালের গৌরনদীতে বাড়ি ফেরার পথে মঞ্জু বেপারী নামে এক ভ্যানচালককে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভ্যানচালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকার সড়কে পৌঁছলে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মঞ্জু বেপারীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/টিবি