images

সারাদেশ

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে পোলট্রি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

মিরসরাইয়ে মধ্যরাতে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে পোলট্রি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে৷

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামে ফয়সাল খান পোলট্রি ফার্মে এই ঘটনা ঘটে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতদল নিজেদের মিরসরাই থানার পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে পোলট্রি ফার্মের উদ্যোক্তা আরাফাতের জামান, রাজু ও ফয়সাল খানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাত দল। এসময় ডাকাত দল মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা, এটিএম কার্ডসহ নগদ ১৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া মোবাইলের পিন, পাসওয়ার্ড, এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন, ইজিবাইকসহ গ্রেফতার ২

ভুক্তভোগী আরাফাতের জামান রাজু বলেন, পুলিশ পরিচয়ে এসে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা মোটরসাইকেল, মোবাইল, নগদ টাকা, এটিএম কার্ডসহ নগদ ১৫ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া মোবাইলের পিন, পাসওয়ার্ড, এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছে।

আরাফাত আরও বলেন, মিরসরাই থানার একজন উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে মৌখিক বয়ান নিয়ে গেছে। আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে থানায় গিয়ে অভিযোগ দিতে বলেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পুলিশ পরিচয়ে ডাকাতির বিষয়ে কিছুই জানা নেই৷ খোঁজখবর নিয়ে দেখছি৷

প্রতিনিধি/এসএস