জেলা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
মুন্সিগঞ্জে ক্লুলেস চাঞ্চল্যকর অটোরিকশাচালক শাহজালাল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে, চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
তিনি বলেন, নিহত ব্যক্তির সঙ্গে কৌশলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, প্রথমে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর পরিকল্পিতভাবে ঘটানো হয় হত্যাকাণ্ডের ঘটনা।
পুলিশ সুপার জানান, গত ১২ ডিসেম্বর গজারিয়া থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারে, কালো টি-শার্ট পরিহিত, উলঙ্গ ও হাত-পা বাঁধা অবস্থায় একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ গজারিয়া উপজেলার বাউশিয়ায় কাঞ্চন নদীর খালের মধ্যে পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
![]()
এরপর, একই দিন বিকেল ৫টার সময় নিহতের ভাই জাহাঙ্গীর আলম এসে মরদেহটি নিহত শাহ জালালের (৩৭) বলে শনাক্ত করেন। পরবর্তীতে নিহতের বড় ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিখিত এজাহার দাখিল করে, গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গত ৫ ডিসেম্বর সকালে অটোরিকশা নিয়ে বাড়ি হতে বের হয় নিহত শাহজালাল। পরে বাড়িতে না ফিরে আসায়, নিহতের ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার ৬ ডিসেম্বর বিকেলে মরদেহ পানিতে ভেসে ওঠার খবর পায়।
![]()
এরপর গজারিয়া থানা পুলিশের সদস্যরা ক্লুলেস মামলাটির জোরালো তদন্ত শুরু করেন।
পরে, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আনুমানিক ছয়টার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানার পাঁচগাছিয়া এলাকা থেকে নিহতের বন্ধু ইব্রাহিম ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।
এরপর অভিযুক্ত ব্যক্তি ও নিহতের বন্ধু সাগর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকারোক্তিতে জানায়, ঘটনার দিন বিকেলে সে ভবেরচর বাজারের ওষুধের দোকানদার লিটনের দোকান থেকে নেশাজাতীয় ঘুমের ওষুধ Disopan-2 এর ৫টি ট্যাবলেট কিনেন।
![]()
এরপর নিহতের অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে আসামি ইব্রাহিম ওরফে সাগর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় নিহত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করে তাকে পানীয় স্পিডের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে ভিকটিমকে খাওয়ালে, ভিকটিম চিল্লাচিল্লি করে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে।
তখন গাড়িতে থাকা দড়ি দিয়ে তার হাত, পা বেঁধে, সুবিধামতো সময়ে নির্জন এলাকায় কাঞ্চন নদীর খালে ফেলে দিয়ে অটো রিকশাটি নিজে চালিয়ে পালিয়ে যায়।
পরে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাটি কুমিল্লা জেলার চান্দিনায় পরের দিন অন্য আসামি বন্ধু ফাহিমের কাছে ৪৭ হাজার টাকায় বিক্রি করে দেয়।
![]()
সেই তথ্যের সূত্র ধরে, একই দিন ফাহিমকে রাত ৯টার সময় গজারিয়া থানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে অটোরিকশাটি কুমিল্লার কোতয়ালী থানার দাউদেরখাড়া সাকিনস্থ তার নিজ বাড়ি থেকে জব্দ করা হয়।
এর আগে, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ইব্রাহিম ওরফে সাগর ও ফাহিম নামে দুইজনকে আটক করা হয়েছে।
আটক ইব্রাহিম ওরফে সাগর (২৮) গজারিয়া থানার নতুন বালকি এলাকার শুকুর আলীর ছেলে। অন্য আসামি ফাহিম (২৪) কুমিল্লা কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের দাউদেরখাড়া এলাকার খোরশেদের ছেলে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
প্রতিনিধি/এসএস