images

সারাদেশ

দাগনভূঞা ফাউন্ডেশনের প্রীতি সমাবেশে এলাকাবাসীর মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

রাজধানীতে দাগনভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞাবাসীর এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

দাগনভূঞার কৃতিসন্তান শিল্প উদ্যোক্তা মাল্টিমোড গ্রুপের সিইও দাগনভূঞা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এতে সভাপতিত্ব করেন। সঞ্চালক ছিলেন ব্যাংকার ও সংগঠক স্বপ্নীল চেয়ারম্যান মনজুরুল আলম টিপু। এতে দাগনভূঞার বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। প্রীতি সমাবেশে ফাউন্ডেশনের আজীবন সদস্যদেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়। 

dagonbhuiyan

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দাগনভূঞা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ রব, সহ-সভাপতি আব্দুর রশিদ ভুলু, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এনায়েতুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরীর সহধর্মিনী মাহবুবা চৌধুরী, আইনুল কবির মুকুল, হারুনুর রশিদ, মাদানি হাসপাতালের চেয়ারম্যান মাইনুদ্দিন, ঢাকাস্থ দাগনভূঁঞা যুব ফোরামের সহ-সভাপতি আব্দুল হালিম লিটন, বোরহানুল চৌধুরী জাভেদ, দাগনভূঁঞা ব্লাড ডোনেশন  সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মরহুম হামিদুল হকের ছেলে টুটুল, কবি ও সাহিত্যিক আরিফ মাইনুদ্দিন, নোফেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, কৃতি শিক্ষার্থী তাহসিনা তাবাসসুম অনুভা প্রমুখ। 
 
আব্দুল আউয়াল মিন্টু বলেন, দাগনভূঞার সঙ্গে দল-মত নির্বিশেষে সব মানুষকে একযোগে কাজ করতে হবে। আমি দাগনভূঞাকে ভালোবাসি। আমার মৃত্যু যেখানে হোক না কেন, আমাকে যেন দাগনভুঞাতে কবরস্থ করা হয়। 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষ নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ক.ম/