images

সারাদেশ

তুচ্ছ ঘটনায় দর্শনা রেলবাজারে রণক্ষেত্র, আহত ৫

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা রেলবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, দোকান মালিক সমিতির কার্যালয় ভাঙচুর ও একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা বাজারের সব দোকানপাট বন্ধ রেখে দর্শনা–মুজিবনগর সড়ক অবরোধ করে রাখা হয়। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন দর্শনা পুরাতন বাজারের মাংস ব্যবসায়ী মো. কালু মিয়া (৩৫), পরিবহন হেলপার মো. আসলাম হোসেন (৩০), মোটর শ্রমিক ইউনিয়ন নেতা জাকির হোসেন (৪৬) এবং দোকান মালিক সমিতির সদস্য শরীফ মেম্বারসহ আরও বেশ কয়েকজন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, গত শুক্রবার বিকেলে বাস ঘোরানোকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সাথে এক মাংস ব্যবসায়ীর কর্মচারীর কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার লক্ষ্যে দোকান মালিক সমিতির কার্যালয়ে সালিশ বৈঠক চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

প্রতিনিধি/একেবি