images

সারাদেশ

চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বাসস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা কাদের জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিলেন পিয়াল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবার মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রতিনিধি/একেবি