images

সারাদেশ

খুলনা-২ আসনে বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ বিএনপি

জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ আসনে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলের সাবেক ও বর্তমান দুই পক্ষের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ১০১ সদস্যের শক্তিশালী ‘নির্বাচন পরিচালনা কমিটি’।

শুক্রবার সন্ধ্যায় নগরের কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং বর্তমান কমিটির দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটল বলে মনে করছেন তৃণমূল কর্মীরা।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাকে আহ্বায়ক এবং সাবেক সহসভাপতি সেকেন্দার জাফরুল্লাহ খান ও বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে সমন্বয়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী ঘোষণা করার পর মহানগর বিএনপির বর্তমান নেতৃত্ব ও একাংশের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলামের মধ্যস্থতায় একাধিক বৈঠকের পর উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই। ভোটারদের অধিকার রক্ষায় বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।’

নির্বাচন পরিচালনা কমিটির নেতারা নির্বাচন কমিশনের প্রতি একটি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নির্বাচনে প্রশাসনের পেশাদার ভূমিকা প্রত্যাশা করেন তারা।

খুলনা-২ আসনের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বার্তা সংস্থাগুলোকে বলেন, ‘নেতৃত্বের মধ্যে যে দূরত্ব ছিল তা এখন অতীত। খুলনায় এখন বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করছি।’

কমিটিতে মহানগর বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, চৌধুরী হাসানুর রশীদ ও বেগম রেহানা ঈসাসহ গুরুত্বপূর্ণ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, এই ঐক্যের ফলে খুলনা অঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে।

প্রতিনিধি/একেবি