জেলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের একজন ডিজিটাল নকলের ডিভাইস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে। পরীক্ষা চলার সময় এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়।
যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক জানান, আটক পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ। তিনি পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তাঁর কাছ থেকে নকলের কাজে ব্যবহৃত একটি বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইশতিয়াক আহমেদকে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে যশোর ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে বেলাল হোসেন খান নামে আরেকজনকে আটক করা হয়েছে। কেন্দ্র সচিব রেজাউল হক জানান, জাহিদ হাসান নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বেলাল হোসেন পরীক্ষায় অংশ নিতে আসেন। তবে প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাঁর চেহারার মিল না পাওয়ায় কর্তব্যরত দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে আটক ইশতিয়াক আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে ইসলামীয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে আটক বেলাল হোসেন খানের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অসদুপায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এআর