images

সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মহাসড়কের লেমুয়া ভাঙার তাকিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম কবির আহাম্মদ (৭৫)। তিনি পার্শ্ববর্তী টঙ্গীরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী থেকে বসুরহাট এক্সপ্রেস নামের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় বাসটি ভাঙার তাকিয়া নামক স্থানে পৌঁছলে বৃদ্ধ ব্যক্তিটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আছাদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/ এজে