জেলা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সকে তার স্বামী কর্তৃক গলায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে (ইনডোর) এই ঘটনা ঘটে।
আহত নার্সের নাম সুলতানা জাহান ডলি (২৮)। তিনি চাটমোহরের পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে। বর্তমানে তিনি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী আমিরুল ইসলাম (৩৫) চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডলি হাসপাতালের ইনডোরে ডিউটিতে ছিলেন। ডিউটি শেষ হওয়ার কিছুক্ষণ আগে তার স্বামী আমিরুল হাসপাতালে এসে ডলির সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে আমিরুল তার গলায় ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যান। আহত ডলির গলায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক বুলবুল বলেন, ‘আহত নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গলায় আঘাত এবং সেলাইয়ের কারণে তিনি এখনো কথা বলতে পারছেন না, তাই বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী এই ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/একেবি