images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের অন্যতম সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি, প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, এস.এ. আরমান ও আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল বোরহান উদ্দিন আল-মতিন। এ সময় প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে রায়হান নামের এক যুবকের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিক নিহত হন। আশিক জেলা শহরের মেড্ডা এলাকার কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে।

সাংবাদিক আশিকুল ইসলাম আশিক ১৯৯৫ সালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক পর্যবেক্ষণে-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি, তিনি ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র বেওয়ারিস লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আশিকুল ইসলাম আশিক শতাধিক বেওয়ারিশ লাশ দাফনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রতিনিধি/ এজে