images

সারাদেশ

বনভূমি হারাচ্ছে প্রাণ, লোকালয়ে ঘুরে বেড়ায় বন্যপ্রাণী

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

বনাঞ্চলের ক্রমাগত ধ্বংস, খাদ্য ও নিরাপত্তার সংকট বন্যপ্রাণিদের বাধ্য করছে লোকালয়ে চলে আসতে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত এক বছরে লোকালয় থেকে ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং বনের প্রাণীদের টিকে থাকার করুণ বাস্তবতার প্রতিচ্ছবি।

mulovibazar_3

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল জানান, ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এ সময়কালে বন্যপ্রাণীগুলো বিভিন্ন সময়ে অসুস্থ, আহত বা বিপদ্‌গ্রস্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে এসব বন্যপ্রাণিদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বন্যপ্রাণিদের মধ্যে রয়েছে ২৩টি অজগর সাপ, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেত আঁচড়া সাপ, ২টি দাঁড়াশ সাপ ও ২টি সবুজ ফনিমনসা সাপ।

mulovibazar_4

এছাড়াও একটি করে উদ্ধার করা হয়েছে বেজি, লক্ষ্মীপ্যাঁচা, নীলকণ্ঠ পাখি, ঘরগিন্নী সাপ, ভুবন চিল, সবুজ বোরাল সাপ, সোনা গুঁইসাপ, সুন্ধি কচ্ছপ, জুনিয়া সাপ, পদ্মগোখরা সাপ, শিয়াল, উল্টা লেজি সিংহ, বানর, জংলি প্যাঁচা, ভোঁদড়।

জানা গেছে, এসব বন্যপ্রাণী অনেক সময় আহত, অসুস্থ কিংবা খাদ্যসংকটে পড়ে লোকালয়ে চলে আসে। ফাউন্ডেশন উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে আবার বনাঞ্চলে ফিরিয়ে দেয়।

স্বপন দেব সজল বলেন, বনাঞ্চলে নির্বিচারে গাছপালা ও ঝোপঝাড় উজাড়ের ফলে বন্যপ্রাণীরা তীব্র খাদ্য সংকটে পড়েছে। বনভূমিতে মানুষের অবাধ প্রবেশ, জঙ্গল কেটে ফসল চাষ, বসতবাড়ি স্থাপন এবং অপরিকল্পিত রিসোর্ট ও ভিলা নির্মাণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এ কারণে বন্যপ্রাণীরা বন ছেড়ে লোকালয়ে খাদ্যের সন্ধানে চলে আসছে।

mulovibazar

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে লোকালয়ে বন্যপ্রাণীর অবস্থানের খবর পেলে সেগুলো উদ্ধার করে প্রথমে সেবা ফাউন্ডেশনে আনা হয়। পরে আহত প্রাণীদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সেগুলো আবার বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন্যপ্রাণী রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব। স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ায় উদ্ধার কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

মানুষের দখল ও অযত্নে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে বন্যপ্রাণীরা বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে। বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে এমন উদ্যোগ প্রকৃতিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

প্রতিনিধি/ এজে